রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগে তিনি মিরপুর এলাকার ভোটার ছিলেন। রবিবার (আজ) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার পূর্ববর্তী ঠিকানা ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে। সেই ঠিকানা পরিবর্তন করে এখন তা স্থানান্তরিত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে—যা গুলশান-২ এলাকার অন্তর্গত। তবে তাঁর স্থায়ী ঠিকানা এখনো চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে রয়েছে।
সূত্রটি আরও জানায়, ঠিকানা পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টা গত ফেব্রুয়ারিতে আবেদন করেছিলেন। পরবর্তীতে সেই আবেদন অনুমোদন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
নিয়ম অনুযায়ী, একজন নাগরিক যে এলাকার ভোটার হন, সেই এলাকাতেই তিনি ভোট দিতে পারেন। সে অনুযায়ী এখন প্রধান উপদেষ্টা গুলশান এলাকায় ভোট দেবেন। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্গত বলে নিশ্চিত করেছে ইসি।
বার্তাবাজার/এমএইচ