প্রতিবেশী ভারতের প্রতি সম্মান দেখাতে চাই: জামায়াত আমির শফিকুর রহমান

জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-এর আমির শফিকুর রহমান বলেছেন, “মানুষ তার অবস্থান বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। আমরা আমাদের প্রতিবেশীকে—ভারতকে—সম্মান করতে চাই। একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও আমাদের প্রতি যথাযথ সম্মান প্রত্যাশা করি।”

গতকাল বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক (New York)-এ স্থানীয় সময় এক মতবিনিময় সভায় যোগ দেন জামায়াতের এই শীর্ষ নেতা। ভারত প্রসঙ্গে দলের অবস্থান জানতে চাওয়া এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে বহুগুণ বেশি। আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই। কিন্তু আমাদের ছোট ভূখণ্ডে ১৮০ মিলিয়ন (প্রায় ১৮ কোটি) জনগোষ্ঠী আছে, এটাকেও তাদের সম্মান করতে হবে—এটাই আমাদের দাবি।”

জামায়াত আমিরের মতে, পারস্পরিক সম্মান ও মর্যাদা রক্ষা করা গেলে দুই প্রতিবেশী শুধু ভালো থাকবে না, বরং একে অপরের কারণে বিশ্ব দরবারেও সম্মানিত হবে।

সভায় ভিন্ন ধর্মের মানুষের অধিকার সুরক্ষার বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “গত ১৫ মাসে আমাদের ভূমিকা এরই জবাব দিয়েছে। একটা বিষয় পরিষ্কার করতে চাই—গত ৫৪ বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন হয়েছে, মুসলমানদেরও হয়েছে। আমরা জোর করে কোনোটা বন্ধের পক্ষে নই, আবার কাউকে জোর করে দেশ ছাড়ানোর পক্ষেও নই।”

সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “আমরা এটাও অনুভব করি—যদি কেউ ৫৪ বছরে অবৈধভাবে অন্যের সম্পত্তি দখল করে থাকে এবং সেটার প্রমাণ থাকে, তাহলে আমরা সেই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে। এটিই আমাদের নীতি।”

যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে তার বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “এই প্রশ্নটি বৃহত্তর স্বার্থে এড়িয়ে যাচ্ছি।”

সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও ওই আলোচনায় মতবিনিময় হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *