ইসলামী ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার বিএনপির আহ্বানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াতের

ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার আহ্বানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। রোববার এক ফেসবুক পোস্টে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Porwar) বিএনপির এই দাবিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “২৩ অক্টোবর বিএনপি (Bangladesh Nationalist Party – BNP) নির্বাচন কমিশনের প্রতি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার যে আহ্বান জানিয়েছে—তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও উদ্বেগজনক।” তাঁর দাবি, “এই ধরনের বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি নেই।”

জামায়াত নেতা আরও বলেন, “এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সাধারণ মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে আসছে এবং সন্তুষ্ট। কর্মকর্তা-কর্মচারীরাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।”

মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি রাজনৈতিক দলগুলো এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলে, তাহলে তা নির্বাচনী পরিবেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।” তিনি বিএনপির দাবিকে “বিভ্রান্তিকর, অমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান—এই দাবিগুলো যেন আমলে না নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (Chief Election Commissioner – CEC) এর সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তারা যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হতে না পারেন, সেই বিষয়ে তাঁদের উদ্বেগ কমিশনকে জানানো হয়েছে। কমিশনও এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাঁদের জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *