অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে—এমন খবর ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে সরকার। সোমবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সংস্কার প্রক্রিয়া পূর্ণোদ্যমে চলবে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিতভাবে তাদের দায়িত্ব পালন করবে।
বিবৃতিটি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম (Shafiqul Alam) তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেখানে বলা হয়, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam) সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন। ওই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর কিছু বিভ্রান্তি দেখা দেয়।
সরকারের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, “সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ করতে হবে—এ তথ্য সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে ও ধারাবাহিকভাবে চালু থাকবে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত তাদের নিয়মিত দায়িত্ব পালন করবে, পাশাপাশি পরিষদের বৈঠকও যথারীতি চলবে।
উল্লেখ্য, গতকাল রবিবার ‘মিট দ্য রিপোটার্স প্রোগ্রাম’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, “সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে এর মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, তাই যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই কাজগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে, যা নভেম্বরে পরে আর করা সম্ভব হবে না।”
তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই বক্তব্য সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং সংস্কার প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলমান থাকবে যতদিন না নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে।


