বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না হলে সেই নির্বাচন অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো বৈধতা বা কার্যকারিতা থাকবে না।” এ বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে সরকারবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানকে নতুন করে দৃঢ় করেন।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে যে ধরনের দুর্নীতি ও অনিয়ম চলছে, তার বিরুদ্ধে জামায়াতে ইসলামী তাদের লড়াই অব্যাহত রাখবে। জনগণের অধিকার ও ন্যায়ের প্রশ্নে তারা সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, “এ বিষয়ে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো জরুরি।”
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সব ধরনের অপরাধের বিরোধী। অপরাধী সে যেই হোক—সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ—তার বিচার অবশ্যই হওয়া উচিত।” তার এ বক্তব্য বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিকে তুলে ধরে।
লন্ডনে এক সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় আয়োজিত এই সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী যুক্তরাজ্যের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, ‘সেভ বাংলাদেশ’-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে ডা. শফিকুর রহমান লন্ডনে জুমার সমাবেশে অংশ নেন এবং পরে বার্মিংহ্যাম ও লেস্টারে জামায়াতের দুটি সভায় অংশগ্রহণ করেন। তার এই সফর রাজনৈতিক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংযোগ ও আন্তর্জাতিক মহলে জামায়াতের বার্তা পৌঁছে দেওয়ার কৌশলের অংশ বলেই ধারণা করা হচ্ছে।


