মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী নিতাই রায়, বাদ পড়লেন আলোচিত যুবদল নেতা নয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তবে এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এলাকাজুড়ে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসলেও, শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। বরং ‘অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা’ নিতাই রায়কেই বেছে নিয়েছে দল।

নয়ন দীর্ঘদিন ধরে মাগুরা-২ আসনে গণসংযোগ, সহায়তা কার্যক্রম ও দলীয় সাংগঠনিক কাঠামোতে সক্রিয় থেকেছেন। বিশেষ করে বিগত দুইটি বড় জনসভা সফল করতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি নিজ এলাকার—মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সন্তান। স্কুলজীবন শেষে রাজনীতিতে আসা নয়ন ছাত্রদল ও যুবদলে দায়িত্ব পালন করে একসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব পদে আসীন হন।

তার সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মূল্যায়নে দীর্ঘদিন ধরে দলের নেতা-কর্মীদের একটি বড় অংশ ধরে নিয়েছিল যে, এবার তিনিই হতে যাচ্ছেন মাগুরা-২ আসনের প্রার্থী। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *