শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মহাজোট (Awami Grand Alliance) সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া (Dr. Reza Kibria) এবার আনুষ্ঠানিকভাবে বিএনপি (BNP) রাজনীতিতে যোগ দিচ্ছেন। ইতোমধ্যে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণের জন্য ফরম পূরণ করেছেন।
বিশ্বস্ত সূত্র জানায়, রেজা কিবরিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (Habiganj-1) আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারেন। বিএনপি ইতোমধ্যে এই আসনটি নিজেদের প্রার্থী তালিকায় ফাঁকা রেখেছে, যার অর্থ এই আসনে তার প্রার্থী হওয়া এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায়।
রেজা কিবরিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।”
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া গণফোরামের হয়ে ঐক্যফ্রন্টের ব্যানারে একই আসনে বিএনপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার সরাসরি বিএনপির সদস্য হয়ে তার রাজনীতির পথচলার নতুন অধ্যায় শুরু হচ্ছে।


