জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনায় বসার প্রস্তাব জামায়াতের, মির্জা ফখরুলকে ফোন সৈয়দ তাহেরের

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আলোচনার টেবিলে বসার প্রস্তাব নিয়ে বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই টেলিফোন সংলাপ হয় বলে নিশ্চিত করেছেন জামায়াত নেতা তাহের নিজেই।

তাহের বলেন, “আমিই বিএনপির মহাসচিবকে ফোন করেছিলাম। তাকে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি।” তার উত্তরে ফখরুল বলেছেন, তিনি পরে জানাবেন।

সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত গঠনের চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে গত সোমবার একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, অংশগ্রহণকারী দলগুলো যেন সাত দিনের মধ্যে সমঝোতায় পৌঁছে সরকারকে জানায়। সেই ধারাবাহিকতাতেই জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলো।

উল্লেখ্য, জুলাই সনদকে ঘিরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আলোচনা জোরদার হচ্ছে, যেখানে গণভোট এবং কাঠামোগত সংস্কারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বিএনপি ও জামায়াত—দুই দলই এই প্রক্রিয়ার অংশ হয়ে উঠবে কি না, তা নির্ভর করছে এমন আলোচনার অগ্রগতির ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *