জামায়াতের ‘ফেতনা’ কাদিয়ানিদের চেয়েও ভয়াবহ: বাবুনগরীর কঠোর বক্তব্য ফটিকছড়ির মাহফিলে

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (Shah Muhibbullah Babunagari) বলেছেন, ঈমান রক্ষা করতে চাইলে এই দল থেকে দূরে থাকতে হবে। শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া বাবুনগর (Jamia Babunagar) মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, “জামায়াতে ইসলামী এমন এক ফেতনার নাম, যা কাদিয়ানিদের চেয়েও ভয়ানক। কাদিয়ানিরা ঈমানের যতটুকু ক্ষতি করতে পারেনি, তার চেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। বাংলাদেশ থেকে জামায়াতকে নির্মূলের চেষ্টা করতে হবে, যদি আমরা ঈমান-আকিদা রক্ষা করতে চাই।”

তিনি আরও বলেন, “জামায়াত নিজেদের ইসলামি সংগঠন বলে দাবি করলেও, তাদের ইসলাম আমাদের মদীনার ইসলামের সঙ্গে মেলে না। এটা মওদুদীবাদী ইসলাম। আমাদের আকাবিররাও বলেছেন—তাদের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। যারা জামায়াতে ইসলামীতে আছে, তাদের ঈমান আছে কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে।”

এই মন্তব্যের সময় মাহফিল মাঠে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা সমস্বরে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন এবং জামায়াত ও ইসলামবিরোধী সকল ফেতনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

মাহফিলে আরও বক্তব্য দেন খেলাফত মজলিশ বাংলাদেশের আমির আল্লামা মামুনুল হক (Mamunul Haque)। তিনি বলেন, “বাংলাদেশে আজ স্কুল, কলেজ, কওমি ও আলিয়া মাদরাসা থেকে একযোগে ফ্যাসিবাদবিরোধী জাগরণ শুরু হয়েছে। এই জাগরণকে কেউ রুখতে পারবে না।”

আল্লামা বাবুনগরীর ভূমিকার প্রশংসা করে মামুনুল হক বলেন, “এই জাতি তাঁর কাছে হাজার বছর ঋণী থাকবে। তিনি আমৃত্যু সংগ্রাম করছেন ইসলাম ও দ্বীনের পক্ষে—এই সংগ্রাম ইতিহাসে সাহসিকতার অধ্যায় হয়ে থাকবে।”

মাহফিলের আরেক বক্তা আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ (Sheikh Ahmadullah) বলেন, “আজকের তরুণরা ইসলামের ছায়াতলে ফিরে আসছে, কিন্তু পশ্চিমা সভ্যতার চক্রান্তে তাদের ঈমান নষ্ট হচ্ছে। উন্নয়ন, আধুনিকতা ও শিক্ষার নামে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের।”

তিনি দোয়ার মাধ্যমে বলেন, “আল্লাহ যেন ওলামায়ে কেরামদের এমন সাহস ও যোগ্যতা দান করেন, যাতে সমাজকে কোরআন-সুন্নাহর আলোকে পরিবর্তন করতে পারেন।”

আলোচনায় অংশ নেন ভারত থেকে আগত আল্লামা সায়্যিদ মওদুদ মাদানী (দারুল উলুম দেওবন্দ), পাকিস্তানের করাচী থেকে আসা আল্লামা আওরঙ্গজেব ফারুকী, চট্টগ্রামের মুফতি মাহমুদ হাসান, ঢাকার মুফতি সাখাওয়াত হোসাইন রাজি এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্যের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (Giasuddin Quader Chowdhury), চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, বিএনপির জাতীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

ফটিকছড়ির এই বিশাল ধর্মীয় সমাবেশে লাখো মুসল্লির উপস্থিতিতে মাহফিলস্থল পরিণত হয় জনসমুদ্রে। বক্তারা বলেন, “জামিয়া বাবুনগর কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়—এটি একটি জ্ঞানের মিনার, যেখান থেকে যুগে যুগে ঈমান ও আমলের বাণী ছড়িয়ে পড়ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *