জামায়াত প্রার্থী বাবার বিপক্ষে ধানের শীষে ভোট চেয়ে আলোচনায় ছেলে

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান এখন নিজ দলের চাপের মুখে। কারণ, তার ছেলে যুবদলের কেন্দ্রীয় নেতা আরাফাত বিল্লাহ প্রকাশ্যে ধানের শীষে ভোট চেয়ে দলের ভেতরেই সমালোচনার জন্ম দিয়েছেন।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার গৌরনদীতে আয়োজিত এক জনসভায়, যেখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপন-এর পক্ষে প্রচারে অংশ নেন আরাফাত। সেখানে তিনি সরাসরি ধানের শীষে ভোট চান—যা বাবার দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

জামায়াতের সূত্র জানায়, ৬ মাস আগে কামরুল ইসলাম খানকে প্রার্থী ঘোষণা করা হয়। অসুস্থতা সত্ত্বেও তিনি ধারাবাহিকভাবে প্রচারে ছিলেন। কিন্তু ছেলের এই অবস্থান বদল দলের ভেতরে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের গৌরনদী উপজেলার এক নেতা জানান, “জহির উদ্দীন স্বপন বিএনপির প্রার্থী হওয়ার পরই কামরুল সাহেবের ছেলে তার পক্ষে ভোট চায়। এটা অনেকেই মেনে নিতে পারছেন না। আমাদের নীতিনির্ধারকদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত।”

ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী কামরুল ইসলাম খান বলেন, “আমার ছেলে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এজন্য আমাকে দলীয় ফোরামে অনেক কথা শুনতে হয়, মোকাবিলা করতেও হয়।”

জামায়াতের গৌরনদী উপজেলা আমীর মোহাম্মদ আলামিন বলেন, “এই আসনে জামায়াতের অবস্থান ভালো হলেও, প্রার্থীর ছেলের এমন অবস্থান আমাদের বিব্রত করেছে। বিষয়টি দলীয় ফোরামে তোলা হবে, প্রার্থী পরিবর্তনও হতে পারে।”

জামায়াতের নির্বাচনী পরিচালক সাইফুল ইসলাম বলেন, “প্রার্থীর ছেলে যদি বাবার বিরুদ্ধে ভোট চান, তাহলে প্রার্থী হিসেবে তার আর থাকা চলে না। আমাদের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। এখন আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।”

এই অবস্থায় বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তনের জোর আলোচনা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে দলীয় ফোরামের সিদ্ধান্তেই নির্ধারিত হবে, কামরুল ইসলাম খান নির্বাচন লড়বেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *