ঘোষণার ঘণ্টা না পেরোতেই পদত্যাগ ঝড়: জাতীয় যুব শক্তির কমিটিতে টানাপোড়েন

ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঝড় বয়ে গেছে জাতীয় যুব শক্তি (Jatio Jubo Shakti)-এর শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। তবে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দেন, যা সংগঠনটির অভ্যন্তরীণ অস্থিরতাকে স্পষ্ট করে তুলেছে।

পদত্যাগকারী পাঁচজন নেতার মধ্যে রয়েছেন—সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম আহ্বায়ক (৩) মো. কামাল হোসেন সরল, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম, সংগঠক রবিউল হাসান এবং যুগ্ম সদস্য সচিব (২) রেজাউল করিম আদিব।

প্রথমেই পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অসমর্থতার কথা উল্লেখ করে লিখিত পদত্যাগপত্র ডাকযোগে পাঠানোর কথা জানান। জিতুর এই পদত্যাগের পরপরই পর্যায়ক্রমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরও চারজন নেতা নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

রেজাউল করিম আদিব তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “কর্মী সংগঠনকে বড় করে তোলে সম্মান দিয়ে। পদ যদি সেই সম্মান না দেয়, তা ধরে রাখারও প্রয়োজন নেই।” তিনি আরও দাবি করেন, তাকে তার অজান্তে কমিটিতে যুক্ত করা হয়েছে।
অন্যদিকে যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরল অভিযোগ করেন, আগে বৈষম্যবিরোধী আন্দোলনের নড়িয়া কমিটিতে তাকে আহ্বায়ক করার কথা ছিল, কিন্তু করা হয়নি। এখানেও প্রত্যাশিত পদ পাননি বলে জানান তিনি।

সংগঠক রবিউল হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, “জুলাই আন্দোলনে আমরা মাঠে ছিলাম, রক্ত দিয়েছি। যে পদে রাখা হয়েছে, তার চেয়ে ভালো পদ আমি ডিজার্ভ করি।”
অন্যদিকে যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম জানান, “কমিটিতে আমাকে রাখা হয়েছে—এটা পর্যন্ত জানতাম না।”

নবগঠিত কমিটির আহ্বায়ক কাওসার মৃধা এ বিষয়ে বলেন, “ফেসবুকে পাঁচজনের পদত্যাগের বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো লিখিত পদত্যাগপত্র পাইনি।”
এদিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম (Dr. Jahedul Islam) গণমাধ্যমকে জানান, “পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন এটা আমরা গণমাধ্যম থেকে জেনেছি। অফিসিয়ালি এখনো কোনো পদত্যাগপত্র পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, কমিটি ঘোষণার পর থেকেই অসন্তোষ দেখা দেয় শরীয়তপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ে। অনেকেই পদবিন্যাসে অসন্তুষ্ট। সূত্রটির দাবি, সামনে আরও পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *