রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে ভয়াবহ ককটেল বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তার (Farida Akter)-এর ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’-কে লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের তীব্র শব্দে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, যদিও কেউ হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী এসে বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোডে অবস্থিত প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি ও রাস্তায় আরেকটি ককটেল নিক্ষেপ করে। মুহূর্তের ব্যবধানে উভয় ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়, যা আশপাশের ভবনগুলোতেও কম্পন সৃষ্টি করে।
বিস্ফোরণের শব্দে কেয়ারটেকারসহ স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ধারণা করেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে ঘটানো হতে পারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা চলছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ (Kazi Rafique Ahmed) জানান, “সকালে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।” তিনি আরও বলেন, “দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অনেকে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে।


