“মুক্তিযুদ্ধকে এখন ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে, মনে হয় আমরা দেশের জন্য কিছুই করিনি। ২৪ এর যে আন্দোলন, তারাই সব করেছে। ২৪কে আমরা ভুলতে পারবো না কিন্তু একাত্তরের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তা আমরা কোনদিন ভুলতে পারবো না-“—এই ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি (BNP) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ফখরুল বলেন, “সুপরিকল্পিতভাবে এক চক্র মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে যেভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আজ তারাই এই দেশটাকে গিলে খাওয়ার ষড়যন্ত্র করছে।” তিনি অভিযোগ করেন, “তারা এখন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দেশের ভিত নড়িয়ে দিতে চায়।”
মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করার চেষ্টার বিরুদ্ধেই মূলত তার এই বক্তব্য। তিনি বলেন, “’২৪’-এর আন্দোলনকে আমরা ভুলতে পারব না, কিন্তু যারা একাত্তরে প্রাণ দিয়েছিলেন, তাঁদের অবদান আমরা কোনোদিন ভুলব না।”
নির্বাচন প্রসঙ্গেও কঠোর অবস্থান নেন বিএনপি মহাসচিব। তার অভিযোগ, “নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। যদি নির্বাচন পেছানো হয়, তাহলে তা দেশের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।”
এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডাররা এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীরা।
বক্তব্যের মধ্য দিয়ে মির্জা ফখরুল কেবল রাজনৈতিক বাস্তবতার একটি চিত্রই তুলে ধরেননি, বরং মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্বপ্নকে কেমন করে রাজনীতির ব্যাকরণে বিকৃত করা হচ্ছে, সেটি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


