ছাত্রলীগ ট্যাগ দিয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে ১৬ ঘণ্টা আটকে ২০ লাখ টাকা দাবি শিবির কর্মীদের

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এক যুবককে ছাত্রলীগ নেতা ট্যাগ দিয়ে তুলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে মারধর করে ১৬ ঘণ্টা আটকে রেখে একাধিক এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাবা পাঁচলাইশ থানায় মামলা করলে ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি হাসপাতাল পার্কভিউতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০) যে তিন জনই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা যায় ।

ওই যুবককে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সবার সমানে দিয়ে প্রকাশ্যে চার-পাঁচ জন তরুণ ওই যুবককে টেনে নিয়ে যাচ্ছেন। তার দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণরা।

তুলে নিয়ে যাওয়া যুবকের নাম ফয়সাল মাহমুদ (৩২)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত। এ ঘটনায় তার বাবা মো. জসিম উদ্দিন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিরা হলো- মোহাম্মদ আবুল সাজ্জাদ ওরফে আদর (৩২), আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭), শাহাদাত হোসেন শান্ত (২০) ও আমিমুল এহসান ফাহিম (২৫)।

চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতার তিন জন

মামলার এজাহারে বলা হয়, ফয়সাল মাহমুদ গত চার বছর ধরে চট্টগ্রাম শহরে ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফয়সাল পাঁচলাইশ মডেল থানাধীন পার্কভিউ হাসপাতালে ডাক্তারের সঙ্গে ভিজিট করতে যান। রাত ৮টার দিকে হাসপাতালের চারতলায় ফয়সাল অবস্থানকালে আসামিরা ছাত্রলীগ ট্যাগ দিয়ে এলোপাতাড়ি কিলঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মেরে জোরপূর্বক তুলে একটি গাড়িতে করে নিয়ে যায়। তাকে অপহরণ করে রাউজান থানার গহিরা এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে আটকে রাখে। সেখানে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে আসামিরা। একপর্যায়ে অপহরণকারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ফয়সালের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন ফয়সাল অপহরণকারীদের মানিব্যাগে থাকা দুই হাজার টাকা বের করে দেন।

মামলার এজাহারে আরও বলা হয়, অপহরণকারীরা তাদের দাবিকৃত টাকা না দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। সোমবার সকাল ৯টায় তারা ফয়সালকে ভয় দেখিয়ে রাউজান থানা এলাকার একটি ব্যাংকের বুথে নিয়ে আরও ১৮ হাজার টাকা তুলে নেয়। বেলা সাড়ে ১১টায় খুলশী থানাধীন জিইসি মোড়ে আরেক বুথে নিয়ে ৪০ হাজার টাকা তুলে নেয়। অপহরণকারীরা ফয়সালের কাছ থেকে সর্বমোট ৬০ হাজার টাকা আদায়ের পর প্রাণনাশের হুমকি দিয়ে দুপুর ১২টার দিকে চকবাজার থানার প্যারেড মাঠে ফেলে রেখে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ছাত্রলীগ নেতা ট্যাগ দিয়ে হাসপাতাল থেকে ফয়সালকে অপহরণ করা হয়। পরে রাউজান উপজেলার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে আটকে রাখা হয়। সেখানে মারধর করে ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা আদায় করা হয়। অপহরণকারীরা ২০ লাখ টাকা দাবি করেছিল। এ ঘটনায় ফয়সালের বাবা থানায় মামলা করলে ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *