ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতারণার অভিযোগে শিশির আহমদে নামের এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শিশির আহমদে ওই উপজেলার বলুহর গ্রামের সব্দুল সরকারের ছেলে। তিনি স্থানীয় বলুহর ইউনিয়ন ছাত্রশিবির (Islami Chhatra Shibir)-এর সাবেক সভাপতি ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, সাবেক ছাত্রশিবির নেতা শিশির আহমদে স্কুলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে প্রতিশ্রুত চাকরি না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানা (Kotchandpur Model Police Station)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “শিশির আহমদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”


