মিছিল শেষে তিন আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাতে তুলে দিলো বিএনপি নেতারা

ফরিদপুরের ভাঙ্গায় রাজনৈতিক উত্তেজনার এক বিরল ঘটনার জন্ম দিয়েছে বৃহস্পতিবার সকালের একটি ঘটনা। মিছিল শেষে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ তিন আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম রেজা ফয়েজ (AFM Reza Faez)-এর বাড়ির সামনের রাস্তায়।

পুলিশের কাছে সোপর্দ হওয়া তিন নেতা ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী (Labu Chowdhury)-এর ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী শুয়োদি এলাকা এবং জয়বাংলা মোড়ে বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ভাঙ্গা-মাওয়া মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। শুয়োদীতে নেতৃত্ব দেন আওয়ামী নেতা হান্নান, আর নগরকান্দা অংশে নেতৃত্ব দেন চরদোশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রতীক তালুকদার (Pratik Talukdar)।

দুই স্থানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ড. ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় চরদোশোরদী ইউপির সাবেক চেয়ারম্যান প্রতীক তালুকদার এবং তার দুই সহযোগী ইব্রাহিম ও আকরাম মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে ভাঙ্গা উপজেলার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে স্থানীয় বিএনপি নেতা জিতু মুন্সীর নেতৃত্বে সজিব মাতুব্বর, যুবদল নেতা ফারুকসহ প্রায় অর্ধ শতাধিক বিএনপি ও যুবদল কর্মী তাদের পথরোধ করেন। পরবর্তীতে তারা চেয়ারম্যান প্রতীক তালুকদারসহ তার দুই সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন (Mohammad Ashraf Hossain) দৈনিক আমার দেশ-কে জানান, আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *