দিল্লিতে নির্বাসনে নিরাপদ শেখ হাসিনা—আদালতের রায় নিয়ে আশ্বস্ত পুত্র জয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভাব্য মৃত্যুদণ্ডের আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajib Wazed Joy)। তবে একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, তার মা এখন ভারতে সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে আছেন এবং এ কারণে তার কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

রোববার বার্তা সংস্থা রয়টার্স (Reuters)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জয় বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার যে রায় ঘোষণা হতে যাচ্ছে, তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। কারণ, গণহত্যার অভিযোগে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম রায়—যে কারণে গোটা দেশ রায়ের অপেক্ষায়।

জাতিসংঘের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ, আহত হয়েছে আরও হাজারো। অধিকাংশ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারায়। এই সহিংসতার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে তিনি দিল্লিতে নির্বাসনে আছেন। ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

রায় নিয়ে নিজের আশঙ্কার কথা জানাতে গিয়ে জয় বলেন, ‘আমরা আগেই জানি রায় কী হবে। তারা তো এটা টেলিভিশনেই দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।’

কিন্তু তখনই স্বস্তির সুরে তিনি যোগ করেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *