আওয়ামী লীগের (Awami League) উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ (Tofail Ahmed)–এর স্ত্রী আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন গণমাধ্যমকে রাত পৌনে ১০টার দিকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, আনোয়ারা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মরদেহ ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে। দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির একমাত্র কন্যাসন্তান রয়েছে।
আনোয়ারা বেগমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তোফায়েল আহমেদের রাজনৈতিক পথচলার নীরব সহযাত্রী হিসেবে পাশে ছিলেন আনোয়ারা বেগম।


