একাত্তর ও চব্বিশের গণহত্যার বিচার চান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwary) একযোগে ১৯৭১ সালের এবং ২০২৪ সালের গণহত্যার বিচার দাবি করেছেন। সোমবার সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, “প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে। জেনোসাইডের জন্য আমরা যেমন আওয়ামী লীগের বিচার চাই, তেমনি ১৯৭১ সালে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদেরও বিচার চাই।”

নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যা গণতন্ত্রের। আগামী দিনে বাংলাদেশে এমন একটি জোট দেখতে পাবে, যারা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”

তিনি সতর্ক করেন, “স্টেটকে জামায়াত-বিএনপি বানাবেন না। সকল নাগরিক যেন তাদের অধিকার পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

এ সময় তিনি এনসিপির মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে বলেন, “আমরা অন্যদের মতো মনোনয়ন প্রক্রিয়ায় বাঁধা দিইনি। দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ ফরম কিনতে পেরেছে, গুলশান-মগবাজারে হাজিরা না দিয়েও। আওয়ামী লীগ চব্বিশের নির্বাচন করেছে—আমরা চাই না, তাদের মতো কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ যেন মনোনয়ন পায়।”

সংবাদ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সাম্প্রতিক ভূমিকম্প নিয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, “সরকারের পক্ষ থেকে এখনো কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।”

দুর্নীতিবিরোধী অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “বাংলাদেশের দুর্নীতি আমরা চাই না—এটাই আমাদের বংশ পরিচয়। নতুন বন্দোবস্তই হবে আমাদের পরিচিতি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *