“নতুন ষড়যন্ত্র চলছে, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না”—রাশেদ খান

নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশে ‘এক-এগারো’র মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan)। তিনি বলেছেন, “একটি মহল নির্বাচন বানচাল করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আবারও শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্ল্যান করছে। কিন্তু স্পষ্ট করে বলছি—আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।”

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ (Jhenaidah) জেলার হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে এক পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মামলা কিংবা অন্য কোনো উপায়ে নির্বাচন স্থগিতের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচন হবেই এবং তা ফেব্রুয়ারিতেই হতে হবে। আমরা বিশ্বাস করি, সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে।”

রাশেদ খান আরও বলেন, “প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম (Shafiqul Alam) যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। আপনারা অন্তর্বর্তী সরকারে থেকে গণ-আকাঙ্ক্ষা না মেনে ‘ফ্যাসিবাদের দোসরদের’ প্রতি নমনীয়তা দেখাচ্ছেন। জনগণ এটি মেনে নেবে না। আমরা বসে থাকব না।”

জাতীয় পার্টিকে বিচারের আওতায় না আনার সমালোচনা করে তিনি বলেন, “আপনারা আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, কিন্তু জাতীয় পার্টির বিচার কেন শুরু হয়নি? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলের সবাইকে ট্রাইব্যুনালের মুখোমুখি করতে হবে। শুধু দলের নয়, ব্যক্তিরও বিচার চাই আমরা।”

তিনি আরও মন্তব্য করেন, “আওয়ামী লীগের যেসব নেতারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে, তারা আগামীতেও সুযোগ পাবে না।”

এর আগে বিকেল ৪টায় হরিণাকুণ্ডুর মানদিয়া বাজারে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *