এখন থেকে কওমী মাদ্রাসা (Qawmi Madrasa) থেকে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্তরাও নিকাহ রেজিস্ট্রার বা কাজী পদে আবেদন করার সুযোগ পাবেন। এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul)।
রোববার, ৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, “আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। এখন আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংশোধন করে এই সুযোগ কওমী দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের জন্যও উন্মুক্ত করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অর্থাৎ স্বীকৃত কওমী মাদ্রাসা বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদ পাওয়া ব্যক্তিরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে নিকাহ রেজিস্ট্রার পদের জন্য আবেদন করতে পারবেন।
আইন সংশোধনের এই পদক্ষেপ কওমী শিক্ষার্থীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে কওমী সনদের সরকারি স্বীকৃতি ও কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তির দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


