উগ্রপন্থী উচ্ছৃঙ্খল মবের শিকার সাংবাদিক নূরুল কবীর

রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার (The Daily Star) ভবনের সামনে একদল উগ্র ও উচ্ছৃঙ্খল বিক্ষোভকারীর হাতে লাঞ্ছিত হয়েছেন নূরুল কবীর (Nurul Kabir), ইংরেজি দৈনিক নিউ এইজ (New Age)-এর সম্পাদক ও সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি।

বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তেজিত বিক্ষোভকারীদের একটি অংশ ফার্মগেটে ডেইলি স্টার ভবনের সামনে সমবেত হয়। তারা প্রথমে ইংরেজি এই দৈনিকটির ওপর হামলা চালায়—ভবনে ইট-পাটকেল ছোড়ে, জানালা ভাংচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় ভবনের ভেতরে সাংবাদিক ও অন্যান্য কর্মীরা আটকা পড়ে যান।

এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলাকারীদের থামাতে সেখানে উপস্থিত হন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর। কিন্তু মবের কাছে পৌঁছানোর পর তিনিই হয়ে ওঠেন পরবর্তী লক্ষ্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিক্ষুব্ধ মবের একজন যুবক তাকে জোরে ধাক্কা দিচ্ছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালি দিচ্ছেন। এমনকি একজনকে তার চুল টানতেও দেখা গেছে। পুরো পরিস্থিতিতে তিনি শারীরিকভাবে নাজেহাল হন।

সংবাদপত্রের সম্পাদকের ওপর এমন সহিংস আচরণে সাংবাদিক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *