গণমাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে: মাহফুজ

প্রথম আলো ও ডেইলি স্টারসহ সংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়ে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনে হামলা চালায়। এ সময় ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং কয়েকজন সাংবাদিক ভেতরে আটকা পড়েন।

শাহবাগে মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের উদ্ধার করুন। সরকারকে আহ্বান করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি এই সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। আমরা অন্তর্ঘাতের মাধ্যমে এই আন্দোলন অন্যদিকে যেতে দেব না।

তিনি বলেন, যারা হামলা করেছে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা খুবই স্পষ্ট; আমরা কী চাই, কীভাবে চাই এবং কখন চাই। আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কাজে কেউ যেন সায় না দেন। সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মিডিয়া ও সাংবাদিকরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের সবাই মিলে সুরক্ষা দিন এবং আমাদের কথা বলার সুযোগ করে দিন। বাংলাদেশসহ সারা দুনিয়া জানুক—আমরা একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে পারি।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকা সৈনিক শরিফ ওসমান হাদির স্মৃতি নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। আমার আশঙ্কা আরও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে। কোনো ধর্মীয় স্থাপনা কিংবা মিডিয়াসহ স্পর্শকাতর স্থানে কেউ হামলার চেষ্টা করলে দেশের সকল নাগরিককে বলছি, আপনারা বাধা দিন। এসব স্থানকে রক্ষা করুন এবং দায়িত্বশীলভাবে এই আন্দোলনকে আরও বেগবান করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *