শরিফ ওসমান হাদির হ’\ত্যা’\র বি’\চা’\রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি শুক্রবার রাতে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ‘ঘোষণা মঞ্চ’ থেকে আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি জানান, শনিবারের জানাজায় উপস্থিত থেকে গণআন্দোলনের বার্তা দেওয়া হবে।
ঘোষণার পর মঞ্চে থাকা নেতারা শাহবাগ এলাকা ত্যাগ করলেও, অনেকেই এখনও সেখানে অবস্থান করছেন। তবে কোনো শ্লোগান বা বক্তব্য বর্তমানে দেওয়া হচ্ছে না।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর গু’\লি’\তে গু’\রু’\তর আ’\হত হন। পরে দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি ই’\হত হন। তার ম’\ত্যু ঘিরে সারাদেশজুড়ে নেমে আসে শোকের ছায়া ও প্রতিবাদের ঢেউ।


