ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সবার, তাকে দলীয়করণ করা যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া পোস্ট তিনি এসব কথা লেখেন। পোস্টে হাদির মৃত্যুর দিনে নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারের বিষয়টির সমালোচনা করেছেন আসিফ মাহমুদ।
একটি ভিডিও পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘হাদি ভাই যোগ্য মানুষ, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার কথা বলতেন। জ্ঞানকে জ্ঞান দিয়ে, সংস্কৃতিকে সংস্কৃতি দিয়ে, রাজনীতিকে রাজনীতি নির্মাণের মধ্য দিয়ে মোকাবিলা করার কথা বলতেন।’
তিনি আরও লেখেন, ‘হাদি ভাই গড়তে চেয়েছেন, ভাঙ্গতে চাননি। সেই হাদি ভাইকে সামনে রেখে তার শাহাদাতের দিনটায় যা করা হয়েছে, তা লজ্জার। এগুলো দেখলে তিনি অত্যন্ত লজ্জা পেতেন। তার শাহাদাতের দিনটাকে ভিন্ন ভাবে স্মরণীয় করে রাখাটা তিনি ডিজার্ভ করতেন। একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারে এই দিন টিকে বেছে নেওয়া হয়েছে।’
সবশেষে হাদির প্রত্যয়ে বলীয়ান হওয়ার কথা বলে আসিফ মাহমুদ লিখেছেন, ‘আমরা হাদি ভাইয়ের গড়ার লড়াই চালিয়ে যাবো। আগ্রাসনের বিরুদ্ধে যোগ্য মানুষ, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার যে স্বপ্ন তিনি দেখেছেন তা বাস্তবায়ন করতে হবে। শহীদ শরিফ ওসমান বিন হাদি সবার। জনতার হাদিকে জনতার মাঝে তার স্বরুপে বাঁচিয়ে রাখতে হবে। তাকে দলীয়করণ করতে চাওয়া তার জন্য ন্যায়বিচার হবে না।’
তিনি আরও লেখেন, ‘মনে রাখতে হবে, দলীয় শৃঙ্খলে আবদ্ধ হতে চাইতেন না বলেই কোনো রাজনৈতিক প্লাটফর্মে না গিয়ে স্বকীয়তা নিয়ে গড়ে তুলেছিলেন তার নিজের প্রতিষ্ঠান। ওসমান হাদি জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।


