‘বাংলাদেশি’ ও ‘চোর’ সন্দেহে ভারতে শ্রমিককে পি’/টি’/য়ে হত্যা

ভারতের কেরালায় ‘বাংলাদেশি নাগরিক’ ভেবে ছত্তিশগড় থেকে আসা দলিত শ্রেণির এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই এলাকায় বসবাসকারী দলিত শ্রেণির শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।

নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে তিনি ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে এসে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নিহতের আত্মীয় কিশান বাঘেল জানান, নিহত রামনারায়ণ একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে কেরালায় গিয়েছিলেন। কিশান টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘রামনারায়ণ খুবই দরিদ্র ছিল। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সী দুই ছেলে রয়েছে।’

অন্য সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, এলাকায় সম্প্রতি এক চুরির ঘটনার পর রামনারায়ণকে ‘সন্দেহ করে’ একদল লোক লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। এর ফলেই তার মৃত্যু হয়।

কেরালা পুলিশ এই গণপিটুনির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তসহ সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মৃতদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *