ইলিয়াসের দ্বিতীয় পেজও রিমুভ করল মেটা

‘সহিংসতা উস্কে দেয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেজই রিমুভ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। দুটি পেজ ফেসবুকে সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না। সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ইলিয়াস হোসেন নামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার যুক্ত ভেরিফায়েড পেজটি গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রিমুভ করা হয়। এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেজ ব্যবহার শুরু করলে সেটিও আজ শনিবার (২০ ডিসেম্বর) রিমুভ করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলা চলাকালীন ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয়। এরপর একদিনের ব্যবধানে দুটি পেজ রিমুভ করল মেটা।

প্রসঙ্গত, যে কোন ধরনের সহিংসতা উস্কে দেয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এর লঙ্ঘন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *