কারা হেফাজতে বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

কারা হেফাজতে মারা গেছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু।

রোববার তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।

এই কারা কর্মকর্তা বলেন, “গত সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার- ২ এ নেওয়া হয় ওয়াসিকুরকে। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে রোববার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পুলিশের একটি দল এসেছিল।

“বিকাল সোয়া ৪টার দিকে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকেই অজ্ঞান হয়ে পড়েন ওয়াশিকুর। তাৎক্ষণিকভাবে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় ‘ঝটিকা মিছিল’ করার সময় লোকজনের হাতে বাবু আটক হন বলে জানিয়েছেন ছাত্রলীগেরই সাবেক এক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, এরপর তাকে ‘গণপিটুনি’ দিয়ে কলাবাগান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই সময় তিনি গুরুতর আহত হন জানিয়ে তিনি বলেন, “সম্ভবত আহত অবস্থায় গ্রেপ্তারের পর বাবু কোনো চিকিৎসা পাননি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *