ভোট যত ঘনিয়ে আসবে, ভয়-সংশয় তত কমবে: আশাবাদী সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)। তার মতে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, মানুষের মধ্যে থাকা ভয় ও সংশয়ও ততটাই কেটে যাবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর সার্বিক প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমরা প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। একইভাবে ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা কয়েদিদের জন্যও এই ব্যবস্থা রাখা হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথমবার প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।”

তিনি আরও বলেন, “পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ব্যবস্থাকে আমরা ভবিষ্যতে একটি আন্তর্জাতিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যদিও কিছু ভুলত্রুটি রয়েছে, তবে প্রথমবারের চেষ্টায় আমরা সন্তুষ্ট। আগামীবার আরও উন্নত হবে বলে আশা করছি।”

ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে নাসির উদ্দিন বলেন, “রাজনৈতিক দলসহ দেশের সবাই চায় সুষ্ঠু নির্বাচন হোক। সবাই চায় দেশের মঙ্গল। তাই ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয়-সংশয় তত দূর হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো হবে।”

পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় যে সব চ্যালেঞ্জ এসেছে, তা মোকাবিলায় নির্বাচন কমিশন সফল হয়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, “প্রথমবারের মতো এই ব্যবস্থা বাস্তবায়নে আমাদের বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, সমস্যা এলে তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।”

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, “ভোট হবে একটি উৎসব। আজকের এই আয়োজনও সেই ভোট উৎসবেরই অংশ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *