ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আসন সমঝোতা’ নিয়ে শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চূড়ান্ত করেছে বিএনপি (BNP)। দু-এক দিনের মধ্যেই কিংবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
তবে নির্বাচনে শরিকদের বিজয় নিশ্চিত করতে কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে বিএনপি। বিশেষ করে যুগপৎ ফ্যা’\সি’\বা’\দবি’\রো’\ধী আন্দোলনে যুক্ত ‘অনিবন্ধিত’ মিত্রদের ধা’নের শী’ষ প্রতীক বরাদ্দ নিশ্চিত করতে একধরনের কৌশল গ্রহণ করা হয়েছে। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, যারা মনোনয়ন পেতে যাচ্ছেন, তাদের দলের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করানো হচ্ছে। ফলে অন্তত দুটি অনিবন্ধিত মিত্র দল ইতোমধ্যে বিলুপ্ত হয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছে, আর তাদের শীর্ষ নেতারা প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহে এমন আরো কিছু যোগদানের ঘটনা দেখা যেতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) জানান, ‘আসন ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে দু-এক দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।’ তবে ঠিক কয়টি আসনে সমঝোতা হয়েছে, সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি।
প্রাপ্ত তথ্যমতে, গত ৮ ডিসেম্বর শাহাদাত হোসেন সেলিম (Shahadat Hossain Selim) তার দল বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। তাকে লক্ষ্মীপুর-১ আসনে ধা’নের শী’ষের মনোনয়ন দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা (Syed Ehsanul Huda) গতকাল নিজ দল বিলুপ্ত করে কর্মী-সমর্থকদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে কিশোরগঞ্জ-৫ আসনে প্রার্থী করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে, যদিও এ আসনে এর আগে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিয়েছিল দলটি। এখন তার জায়গায় পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি।
এর আগে ১ ডিসেম্বর আওয়ামী লীগের সাবেক নেতা ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া (Reza Kibria) বিএনপিতে যোগ দেন। পরে তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধা’নের শী’ষের মনোনয়ন পান।
অন্যদিকে, যুগপৎ আন্দোলনের মিত্রদের বাইরেও বিএনপি একটি ইসলামী দলের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। দলটি হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (Jamiat Ulema-e-Islam Bangladesh)। এই দলের জন্য চারটি আসন ফাঁকা রাখা হয়েছে।
এভাবে ধাপে ধাপে শরিক ও মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতা চূড়ান্ত করছে বিএনপি। একদিকে দলীয় ঐক্য ও বৃহত্তর বিরোধী জোটকে শক্তিশালী করা, অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সম্ভাবনাময় প্রার্থী নিশ্চিত করাই দলটির মূল লক্ষ্য বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।


