উপদেষ্টা পরিষদ ও পুলিশের শীর্ষপদে রদবদল: স্বরাষ্ট্রে আসছেন নতুন মুখ !!

নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সরকারের উপদেষ্টা পরিষদ এবং পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজই এ পরিবর্তন কার্যকর হতে পারে বলে জানিয়েছে সরকারের একটি সূত্র। জাতীয় দৈনিক মানবজমিন (Manab Zamin) তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আসছে পরিবর্তন। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Chowdhury)–এর স্থলে দায়িত্ব পেতে পারেন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান (Dr. Khalilur Rahman)। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন বলে জানা গেছে।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী (Khoda Bakhsh Chowdhury)–কে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলেও প্রশাসনিক মহলে আলোচনা চলছে।

এই রদবদলের পেছনে রাজনৈতিক চাপের ইঙ্গিতও মিলেছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি (Sharif Osman Hadi) হ’\ত্যা’\কা’\ণ্ডের পর সংগঠনটির চাপের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে বলে দাবি করেছে একাধিক সূত্র।

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীতেও রদবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজই সংস্থাটির শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগের বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানা যেতে পারে। প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে, এ রদবদলের মাধ্যমে নির্বাচনী নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আরও বাড়াতে চায় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *