ফেনীর সোনাগাজীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ময়মসিংহের তরুণী। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন। শনিবার রাতে ওই তরুণী সোনাগাজীতে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়।
ফেনীর সোনাগাজীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ময়মসিংহের তরুণী। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন। শনিবার রাতে ওই তরুণী সোনাগাজীতে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়।
প্রেমিকের নাম জামাল উদ্দিন। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের আলাম সওদাগরের পুরাতন বাড়ির আবুল কালামের ছেলে। জামাল শিবিরের রাজনীতি ও তার বাবা জামায়াতের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী তরুণীর নাম তাসলিমা আক্তার তমা। তিনি ময়মনসিংহের সদর উপজেলার বাসিন্দা। তার দাবি, তিনি স্থানীয় মাদরাসা থেকে কামিল পাস করেছেন তিনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে তরণীকে বলতে শোনা গেছে, ফেসবুকে প্রেমিক জামাল উদ্দিনের সাথে তার পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বেড়ানোর কথা বলে গত মাসে তাকে কক্সবাজারে নিয়ে যায়। সেখানে স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা হোটেলে অবস্থানের সময় বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কক্সবাজারে থেকে ফেরার কিছুদিন পর ছেলেটি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। গত কয়েক দিন আগে তিনি ওমরা করতে সৌদিআরব গেছেন দাবি করে ম্যাসেজ দিয়ে আল্লার কাছে ক্ষমা চেয়ে তাকে ভুলে যেতে বলে।
ওই তরুণী বলেন, ম্যাসেজ দেওয়ার পর থেকে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পরিনি। তারপর জানতে পারি সে দেশে রয়েছে। আমাকে বিয়ে করা ছাড়া আমি বাড়ি থেকে যাব না।
এসময় ভুক্তভোগী প্রেমের স্বপক্ষে বিভিন্ন অন্তরঙ্গ ছবি ও তার সাথে আদান প্রদান প্রদান হওয়া মেসেজের স্ক্রিনশট দেখিয়ে বিয়ের দাবিতে অনড় থাকেন।
ঘটনার বিষয়ে ওই এলাকার বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মির্জা তানিম ও সদস্য শাখাওয়াত হোসেন বলেন, রাতে ওই তরুণী এলাকায় আসার পর অভিযুক্ত জামাল উদ্দিনে বাবার দোকানে যায়। তিনি বিষয়টি সমাধান করতে টালবাহানা শুরু করলে আমরা খবর পেয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে মেয়েটির সাথে কথা বলি। পরে আমরা তাকে অভিযুক্তের বাড়িতে নিয়ে গিয়ে পারিবারিকভাবে সমাধানের আহবান জানাই।
আমাদের যাওয়ার খবরে অভিযুক্ত জামাল উদ্দিন বাড়ি থেকে সরে গিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। পরে আমরা পুলিশ জানিয়ে তরুণীকে বাড়িতে রেখে চলে আসি। তারা আরও বলেন, অভিযুক্ত জামাল উদ্দিন শিবিরের রাজনীতে জড়িত, তার পিতা স্থানীয় জামায়াত নেতা।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত জামাল উদ্দিনের মুঠোফেন কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তার পিতা আবুল কালামের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা যায়নি। তবে একটি নির্ভরযোগ্য সুত্র জানা গেছে ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে লোকলজ্জায় পড়ে প্রেমিক জামাল উদ্দিন ও প্রেমিকা তাসলিমা আক্তার তমা আজ দুপুরে ফেনী আদালতে গিয়ে এফিডেভিট করে বিয়ে করেছেন। তাদের অবস্থানের বিষয়ে তথ্য দিতে না পারলেও এলাকার অনেকে বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত শিবিরের রাজনীতিতে সক্রিয় কিনা জানতে চাইলে মোঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম মেম্বার বলেন, এলাকায় তিনি শিবির করে কিনা নিশ্চিত না। তবে যদি সক্রিয় থাকেনও সেটা ফেনীতে হতে পারে।


