নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে এক ব্যতিক্রমী নির্বাচনী পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfozzaman Babar), অন্যদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।
আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কার্যালয়ে বাবর নিজে মনোনয়নপত্র জমা দেন। এর কিছুক্ষণ পর শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।
তাহমিনা জামান শ্রাবণী ২০১৮ সালের নির্বাচনেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তিনি আবারও মাঠে নামলেন, তবে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
এই আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শ্রাবণী ছাড়াও রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)–র জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (Revolutionary Workers Party)–র প্রার্থী চম্পা রানী সরকার।
পুরুষ প্রার্থীদের মধ্যে আছেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রার্থী মো. আল হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোখলেছুর রহমান এবং অন্যান্য দলের আরও কয়েকজন প্রার্থী।
প্রার্থীদের তালিকা বিশ্লেষণ করলে বোঝা যায়, এই আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি পারিবারিক প্রতিদ্বন্দ্বিতাও দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাটি বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।
এ বিষয়ে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ারুল হক বলেন, শুনেছি বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন। তবে দলীয়ভাবে ওই আসনে বাবরকে মনোনয়ন দেয়া হয়েছে দলীয়ভাবে। মনোনয়ন পরিবর্তন বা জোটকে ছেড়ে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সেন্ট্রাল থেকে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।


