ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে নতুন একটি জোট গঠিত হলেও ভোটের মাঠে দেখা যাচ্ছে না জোটের তিন শীর্ষ নেতা—আনোয়ার হোসেন মঞ্জু, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশীদ-কে। তাঁদের কেউই এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি।
৯ ডিসেম্বর জাতীয় পার্টি (একাংশ) ও জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বাধীন এনডিএফ ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করে এবং ২৩ ডিসেম্বর ঘোষণা দেয় ১২২টি আসনে তারা প্রার্থী দেবে। যদিও জোটের মুখ চেনা তিন নেতা ভোটে অংশ নিচ্ছেন না।
**নির্বাচনে অনুপস্থিত শীর্ষ নেতারা
আনোয়ার হোসেন মঞ্জু, যিনি পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের প্রভাবশালী নেতা, মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি। জেপির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি (একাংশ)–এর মহাসচিব ও এনডিএফের মুখপাত্র, ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন। তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য নাসরিন জাহানও নির্বাচনে নেই।
অন্যদিকে, কাজী ফিরোজ রশীদ মনোনয়ন নিয়েছিলেন ঢাকা-১০ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে। তবে শেষ পর্যন্ত তিনিও মনোনয়নপত্র জমা দেননি।
যাঁরা অংশ নিচ্ছেন:
জোটের অংশীদার দল জাতীয় পার্টি (একাংশ)-এর চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫) এবং নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩) মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন জোট গঠনের ঘোষণা দিয়ে শীর্ষ নেতাদের নির্বাচনে অনুপস্থিতি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষ করে যাঁরা এসব নেতাকে কেন্দ্র করে এনডিএফের রাজনীতিতে আশাবাদী ছিলেন, তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।


