ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যশোর-এর ছয়টি আসনে জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে রিটার্নিং কার্যালয় প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে। তীব্র শীত উপেক্ষা করেও উৎসাহ-উদ্দীপনায় জমা পড়ে মোট ৪৭টি মনোনয়নপত্র।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আশেক হাসান জানান, জেলার ছয়টি আসনের জন্য ৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৪৭টি জমা পড়েছে। সবগুলো মনোনয়ন যাচাই-বাছাই হবে ৪ জানুয়ারির মধ্যে।
এদিন সবচেয়ে নজরকাড়া ছিলেন বিএনপি (BNP)-র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যিনি যশোর-৩ (সদর) আসন থেকে মনোনয়ন জমা দেন। এছাড়া বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী ছাড়াও মাঠে আছেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি), জাগপা, বাসদ, সিপিবি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা।
আসনভিত্তিক প্রার্থী তালিকা (সংক্ষেপে):
**যশোর-১ (শার্শা)
জাহাঙ্গীর আলম চঞ্চল (জাতীয় পার্টি), ফসিয়ার রহমান (ইসলামী আন্দোলন), নুরুজ্জামান লিটন ও মফিকুল হাসান তৃপ্তি (বিএনপি), মুহাম্মদ আজীজুর রহমান (জামায়াত), শাহজাহান আলী ও আবুল হাসান জহির (স্বতন্ত্র)
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা):
মেহেদী হাসান (স্বতন্ত্র), অ্যাড. মো. ইসহক ও সাবেরা সুলতানা (বিএনপি), ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন), ফিরোজ শাহ (জাতীয় পার্টি), জহুরুল ইসলাম (স্বতন্ত্র), শামছুল হক (বিএনএফ), মোসলেহ উদ্দিন ফরিদ (জামায়াত), ইমরান খান (বাসদ), রিপন মাহমুদ (এবি পার্টি)
যশোর-৩ (সদর):
আব্দুল কাদের (জামায়াত), খবির গাজী (জাতীয় পার্টি), অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), রাশেদ খান (সিপিবি), মুহাম্মদ শোয়াইব হোসেন (ইসলামী আন্দোলন), নিজামউদ্দিন অমিত (জাগপা)
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর):
এম নাজিম উদ্দিন আল আজাদ (স্বতন্ত্র), জহুরুল হক (জাতীয় পার্টি), অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, মতিয়ার ফারাজী ও টিএস আইয়ুব (বিএনপি), সুকৃতি কুমার মণ্ডল (মাইনরিটি জনতা পার্টি), বায়েজীদ হোসাইন (ইসলামী আন্দোলন), আশেক এলাহী (খেলাফত মজলিস), অধ্যাপক গোলাম রসুল (জামায়াত), ফারহান সাজিদ (স্বতন্ত্র)
যশোর-৫ (মনিরামপুর):
রশীদ আহমাদ (বিএনপি), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), কামরুজ্জামান, শহীদ ইকবাল হোসেন, এবিএম গোলাম মোস্তফা, নজরুল ইসলাম (স্বতন্ত্র), গাজী এনামুল হক (জামায়াত), এম এ হালিম (জাতীয় পার্টি)
যশোর-৬ (কেশবপুর):
জি এম হাসান (জাতীয় পার্টি), শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন), মোক্তার আলী (জামায়াত), মাহমুদ হাসান (এবি পার্টি), আবুল হোসেন আজাদ (বিএনপি)
নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:
- যাচাই-বাছাই: ৪ জানুয়ারি
- আপিলের সময়: ৬–১২ জানুয়ারি
- আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
- প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি
- প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা: ২১ জানুয়ারি
- প্রচার শুরু: ২২ জানুয়ারি
- ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি
রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানান, একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছেন। সীমান্তবর্তী জেলা হিসেবে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।


