হবিগঞ্জ-৪: জামায়াত জোটের আসন ভাগাভাগিতে কপাল পুড়লো অলিউল্লাহ নোমানের

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান (Oliullah Noman)। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান।

ফেসবুক পোস্টে অলিউল্লাহ নোমান লিখেছেন, “সংগঠনের সিদ্ধান্তে আমি হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। আমিরে জামায়াতের ফোনে আমি এ আসনে নির্বাচন করার জন্য রাজি হয়েছিলাম।”

তিনি আরও লেখেন, “দাঁড়িপাল্লা মার্কায় আমার এ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত ছিল ধূমকেতুর মতো। নির্বাচন থেকে সরে দাঁড়ালাম কাকতালীয়ভাবে। সংগঠনের সর্বস্তরের ভাই-বোন, শুভাকাঙ্ক্ষী, ছাত্র-যুবকরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সত্যিই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণ রাখব। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালোবাসার ঋণ পরিশোধ করা যায় না।”

তবে অলিউল্লাহ নোমানের সরে দাঁড়ানোর পেছনে রাজনৈতিক কৌশল স্পষ্ট। ১০ দলীয় জোটের আসন সমঝোতার কারণে জামায়াতকে এই আসন ছেড়ে দিতে হয় খেলাফত মজলিস (Khelafat Majlish)-এর প্রার্থীর পক্ষে। ফলে এ আসন থেকে এখন নির্বাচন করবেন দলের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের (Dr. Ahmad Abdul Kader)।

অলিউল্লাহ নোমানের হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণায় তার অনুসারী ও স্থানীয় কর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেলেও, তিনি তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *