নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বজন শ্রদ্ধেয় তিন তিন বারের প্রধানমন্ত্রী ও এই দেশপ্রেমিক নেত্রীকে তার সারা জীবনের কর্মের জন্য ‘আপসহীন’ বলে অভিহিত করা হয়। অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীনতার প্রতীক হিসেবে তিনি সবার অন্তরে জায়গা করে নিয়েছেন। দল-মত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতার পর্যায় অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় অনেকটা অনন্য।

ইতিহাস ঘেঁটে দেখা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে লড়া সব আসনেই বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছেন। এক্ষেত্রে তিনি কোনো আসনেই পরাজিত না হওয়ার রেকর্ডের অধিকারী।

তিনি ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৭, ঢাকা-৫, ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হন। পাঁচটিতেই বিজয়ের পর তিনি ফেনী-১ আসনটি রেখে বাকি চারটি আসন ছেড়ে দেন।

১৯৯৬ সালের নির্বাচনে তিনি বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবগুলো আসনে জয়ী হয়ে শেষ পর্যন্ত তিনি ফেনী-১ আসনটি প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।

২০০১ সালের নির্বাচনে তিনি আবারও বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১ আসনে প্রার্থী হন এবং প্রতিটি আসনে জয়লাভ করেন। সে সময় তিনি বগুড়া-৬ আসনটি নিজের জন্য রাখেন।

তাছাড়াও, ২০০৮ সালে, বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *