জাতীয় সংসদ ভবনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের পূর্বে দক্ষিণ প্লাজা মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের ইমামতিতে জোহরের নামাজ আদায় করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।
জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগেই লাখ লাখ নেতাকর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, দূর-দূরান্ত থেকে আসা সাধারণ জনগণ জানাজায় অংশ নেন। এদিন মানিক মিয়া এভিনিউ এলাকা জনশ্রুতে পরিণত হয়।
জানাজার পূর্বেই জোহরের নামাজের সময় হলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাধারণ জনতা, নেতাকর্মীদের সাথে নিয়ে জোহর নামাজা আদায় করেন ছাত্রদল নেতা আমান।
আমানের ইমামতিতে জোহরের নামাজ আদায়ের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজনরা ভিডিওটি শেয়ার করে দিচ্ছেন প্রশংসামূলক নানা ক্যাপশনও।
আদিব নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘একজন ছাত্র নেতার এমন গুণাবলি সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এমন নেতাই চাই যারা এ দেশের সংস্কৃতি ধারণের পাশাপাশি ধর্মীয় বিধিবিধান মেনে চলে।’
এ বিষয়ে ছাত্রদলের সংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঐদিন দেশনেত্রীর জানাজার নামাজের আগে জোহরের ফরজ নামাজের জন্য আমরা কাতারবদ্ধ হয়েছিলাম, আমি বলেছিলাম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেহ থাকলে ইমামতিতে আসেন, কেউ না আসায় আমি ইমামতিতে দাঁড়িয়েছিলাম। একজন শিক্ষিত মুসলমান ইমামতি করতে পারবে এটাই স্বাভাবিক। এটা প্রয়োজনে অন্য সময়েও আমি করে থাকি। মুসলিম হিসেবে যেমন ইসলামি মূল্যবোধ এবং সংস্কৃতি ধারণ করি, তেমনি আবহমান বাংলার সংস্কৃতির প্রতিও আমার প্রবল ঝোঁক রয়েছে।’


