বেগম খালেদা জিয়ার মুত্যুতে কাতারের আমিরের শোক, বাংলাদেশ ও পরিবারের প্রতি সমবেদনা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি (Sheikh Tamim bin Hamad Al Thani)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

কাতারের আমির তাঁর বার্তায় প্রয়াত নেত্রীর শোকাহত পরিবারকেও গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। কাতার সরকারের সহায়তায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *