ইনকিলাব মঞ্চ-এর আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবি নিয়ে ঘোষিত ৯ জানুয়ারির জাতীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)। প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং চলমান নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। এরআগে একই দাবিতে জামায়াতের ৩রা জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়।
শুক্রবার দুপুরে দলীয় আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ২৫ ডিসেম্বর এক সভায় দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং শহীদ ওসমান হাদির হন্তারককে গ্রেপ্তারের দাবিতে ৯ জানুয়ারি রাজধানীতে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই কর্মসূচি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক প্রমুখ।


