মনোনয়নপত্র যাচাইয়ে দ্বিতীয় দিনে শতাধিক প্রার্থীতা বাতিল, স্বতন্ত্রদের হার বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের দ্বিতীয় দিনেও সারা দেশে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত বাছাই পর্বে সবচেয়ে বেশি বাতিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। হলফনামার এফিডেভিটে সই না থাকা, ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের অসঙ্গতি, মামলার তথ্য গোপনসহ বিভিন্ন ত্রুটি দেখিয়ে রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়নপত্র বাতিল করেন।

**চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামের তিনটি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম-১, ২ ও ৩ আসনে তিন, চার ও তিনজন করে বাদ পড়েছেন। এর আগে চট্টগ্রাম-১১ আসনে আরও চারজনের মনোনয়ন বাতিল হয়।

খুলনা বিভাগ:
শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় খুলনা-৫ আসনে জাতীয় পার্টির একমাত্র নারী প্রার্থী শামীম আরা পারভীনের মনোনয়ন বাতিল হয়। খুলনা-৬ আসনে বাদ পড়েন আরও দুই প্রার্থী—জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র মো. আছাদুল বিশ্বাস।

বরিশাল বিভাগ:
বরিশাল-৫ আসনে খেলাফত মজলিসের এ কে এম মাহবুব আলম ও স্বতন্ত্র তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়। পটুয়াখালী-১ ও ৩ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীও বাদ পড়েন।

কুমিল্লা বিভাগ:
১১টি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

মুন্সিগঞ্জ ও নরসিংদী:
মুন্সিগঞ্জ-৩ আসনে চারজন এবং নরসিংদী-২ ও ৪ আসনে চারজন প্রার্থী যাচাই-বাছাইয়ে বাদ পড়েন। তাদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও ইসলামী আন্দোলনের প্রার্থীও রয়েছেন।

ময়মনসিংহ ও টাঙ্গাইল:
ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। টাঙ্গাইলে বিএনপির বিদ্রোহীসহ ৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

যশোর ও ব্রাহ্মণবাড়িয়া:
যশোর-৩ ও ৪ আসনে বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মোট ছয় প্রার্থী বাদ পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসনে ছয়জন স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েন।

কক্সবাজার:
কক্সবাজার-১ ও ২ আসনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামি ও স্বতন্ত্রসহ চারজন বাদ পড়েছেন।

রংপুর ও গাইবান্ধা:
রংপুরে ছয়, গাইবান্ধা-১ ও ২ আসনে মোট আট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টির প্রার্থীরাও রয়েছেন।

ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর:
এই তিন জেলায় মোট আট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তাদের মধ্যে অধিকাংশই স্বতন্ত্র।

পাবনা ও নাটোর:
পাবনা-১ আসনে স্বতন্ত্র খায়রুন নাহার খানম মিরু ও ইউনুস আলীর মনোনয়ন বাতিল হয়। নাটোর জেলার চারটি আসনে সাতজন বাদ পড়েন, যার মধ্যে বিএনপি ও খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন।

বগুড়া:
বগুড়া-১, ২ ও ৩ আসনে মোট সাত প্রার্থী বাতিল হয়েছেন। উল্লেখযোগ্য নাম—নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ।

নীলফামারী ও কুড়িগ্রাম:
নীলফামারীর চারটি আসনে ৯ প্রার্থীর এবং কুড়িগ্রামে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।

ভোলা:
ভোলা-২ আসনে দুজন স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন।

এই পর্যন্ত মোট শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, যার বড় অংশজুড়ে রয়েছেন স্বতন্ত্র এবং ছোট রাজনৈতিক দলের প্রার্থী। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *