চাঁদপুর জেলার কচুয়া উপজেলা (Kachua Upazila)-তে জুমার নামাজের খুতবা পাঠের প্রস্তুতিকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয় মুসল্লিরা। হাফেজ মো. আব্দুল মবিন মোল্লা (৬৫) নামের এক ইমাম মসজিদের মিম্বরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই নি’\হত হন। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুতবার প্রস্তুতি নিতে মিম্বরে ওঠার সময়ই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। মুহূর্তের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন এবং এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে উপস্থিত চিকিৎসকরা তাকে মৃ’\ত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় পুরো মসজিদজুড়ে নেমে আসে শোক ও নীরবতা।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে তার ম’\রদে’\হ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দা’\ফ’\ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ইমামের ছেলে জিসান আহমেদ জানান, তার বাবা দীর্ঘদিন ধরে জুমার নামাজে ইমামতি করে আসছিলেন। ঘটনার দিনও নিয়ম অনুযায়ী নামাজ পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে তার বাবার মৃ’\ত্যু হয়। তিনি হরিপুর ও মাঝিগাছা গ্রামে টানা প্রায় ৩৫ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এই আকস্মিক প্রস্থান স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে। দীর্ঘদিনের পরিচিত ও ধর্মীয় পথপ্রদর্শককে হারিয়ে শোকাহত পুরো এলাকা।


