কুয়েতে নারীর পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও, নতুন বছর উদযাপনের নামে ৭ ভারতীয় নাগরিক গ্রেফতার

নতুন বছর উদযাপনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাত ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কুয়েত (Kuwait) কর্তৃপক্ষ। শনিবার (৩ জানুয়ারি) দেশটির সাইবার ক্রাইম অপরাধ বিভাগ (Cyber Crime Department)-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, একজন পুরুষ নারীর পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচছেন। ওই ব্যক্তির আশপাশে আরও কয়েকজন সহযোগী উপস্থিত থেকে তাকে উৎসাহ-উদ্দীপনা দিচ্ছিলেন। ভিডিওতে আরও দেখা গেছে, ওই পুরুষের পোশাকে কুয়েতের এক দিনার ও নুস দিনারের নোট সাঁটানো ছিল, যা পুরো ঘটনাটিকে আরও বিতর্কিত করে তোলে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ভিডিওটি ফেসবুক (Facebook), টিকটক (TikTok)সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। অভিযুক্তদের মধ্যে একজন নিজেই ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

সাইবার ক্রাইম অপরাধ বিভাগ জানায়, ভিডিওটিতে কুয়েতের মাতলা এলাকার একটি তাঁবুর ভেতরে ভারতীয় জাতীয়তার বেশ কয়েকজন ব্যক্তির সমাবেশ দেখা গেছে। সেখানে তারা অশ্লীল অঙ্গভঙ্গিতে লিপ্ত ছিলেন, যার মধ্যে ক্রস-ড্রেসিংও অন্তর্ভুক্ত। এসব কর্মকাণ্ড দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং প্রচলিত আইন ও বিধির স্পষ্ট লঙ্ঘন।

তদন্তের একপর্যায়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের মালিককে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ভিডিও ধারণ ও পোস্ট করার সময় সেখানে উপস্থিত অন্য ব্যক্তিরাও তার সঙ্গে ছিলেন। নিরাপত্তাজনিত কারণে ভিডিওতে দেখা সব ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *