নির্বাচন কাভার করতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনলাইনে আবেদন বাধ্যতামূলক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের নিয়মে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (Election Commission)। এবার থেকে নির্বাচন কাভার করতে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, ‘আগে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অফিসে সশরীরে গিয়ে আবেদন করতে হতো। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হতো। তাই এবার থেকে অনলাইনভিত্তিক আবেদন প্রক্রিয়ায় আসা হয়েছে।’

এবার আবেদন জমা দিতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-তে। আবেদনকারীদের নির্দিষ্ট ফরম পূরণের পাশাপাশি অফিসের প্যাডে করা আবেদনপত্র, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য অতিরিক্ত একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে—তাদের পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

অনুমোদিত আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনে ডাউনলোড করতে পারবেন তাদের সাংবাদিক বা পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপে আবেদন প্রক্রিয়া যেমন সহজতর হবে, তেমনি ব্যয়ও সাশ্রয় হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *