খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র পরিদর্শনে কোকোর স্ত্রী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সদ্য প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রীর সংগ্রামী পথ চলা আর কর্মময় জীবনের ওপর চলছে আলোকচিত্র প্রদর্শনী। আজ সেখানে উপস্থিত হয়েছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসনের পুত্রবধু ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র স্ত্রী শর্মিলা রহমান।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে হঠাৎ কোনো প্রটোকল ছাড়াই জিয়া উদ্যানে হাজির হন প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান। প্রদর্শনীতে থাকা ছবিগুলো ঘুরে দেখেন প্রয়াত কোকো’র স্ত্রী শর্মিলা রহমান।

এর আগে গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *