সোনাগাজীতে জামায়াত নেতাকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াত আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার।

শনিবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা।

জানা গেছে, শনিবার বিকালে উপজেলার তাকিয়া বাজারে গণসংযোগ ও দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও রিগ্যান চাকমা। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *