ইয়াবা তৈরির মেশিনসহ মুন্সীগঞ্জে যুবক আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান সরঞ্জামসহ ফিরোজ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ বেতকার চাংঘুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় সময় তার কাছ হতে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেড, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান ইয়াবা তৈরীর ক্যামিকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আটক ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহের এর ছেলে। সে উপজেলার দক্ষিন বেতকার চাংঘুড়ি গ্রামের তার খালু রশীদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবারহ করছিল।

পুলিশ জানিয়েছে, ঢাকায় ফিরোজের বিরুদ্ধে মাদকের বেশ কিছু মামলা হলে ৫ বছর আগে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকার চাংঘুড়ি গ্রামে তার খালু রশিদ ঢালীর বাসায় আশ্রয় নেয়। ৬/৭ মাস আগে সে হঠাৎ করে হংকং চলে যায়। পরে সেখান হতে ইয়াবা তৈরির মেশিন এনে তার খালুর বাড়ির পাকা ভবনের ভেতরে সেই মেশিন দিয়ে ইয়াবা তৈরি করে। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবারহ করে আসছিল। কুরিয়ার সার্ভিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ হতে তার কাছে ক্যামিক্যাল আসতো।

টঙ্গিবাড়ী থানা সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, আটক ফিরোজ জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইয়াবা তৈরির মেশিন এবং ক্যামিকেল বিদেশ হতে এনেছে। সবেমাত্র ইয়াবা তৈরি করে বিক্রির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদকের মামলা রয়েছে। তার সহযোগীদের ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *