রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় বাসায় ঢুকে স্ত্রীর হাত-পা বেঁধে মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাসায় লুটপাট চালিয়ে চলে যায় খুনিরা।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উল্লাহ ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি আনোয়ার উল্লাহর বাসায় ঢোকেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, খুনিরা আনোয়ার উল্লাহকে হত্যার পর আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আরও পড়ুন: আনোয়ার উল্লাহ হত্যায় মহানগরী জামায়াতের গভীর শোক
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যকে বলেন, ‘সোমবার দিবাগত রাতে একদল চোর দোতলা বাসায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নিহতের স্ত্রীর হাত-পা বেঁধে হত্যাকাণ্ড ঘটায়। পরে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।’
এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সোহরাওয়ার্দী হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’


