দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে: মাহফুজ আলম

বিদেশের টাকা আনা দূরের বিষয় উল্লেখ করে দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে সে সবের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পূণর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, অল্প কিছু লোকের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি। সবার পরিবর্তনের জন্য হয়েছে। সেজন্য সংস্কার দরকার। বিদেশ থেকে টাকা আনাতো দূরের বিষয়, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সে সবের কোনো পরিবর্তন হয়নি। রাঘববোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না।

তিনি অভিযোগ করেন, শেষ চার মাস আমাকে কাজ করতে দেয়া হয়নি। আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।

সম্পদের পুনর্বণ্টনের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আরও বলেন, যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয়, তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে। রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস। সম্পদের পুনর্বণ্টন জরুরি, জমির বণ্টন নিয়ে কোনো কাজ করা হয়নি।

আরও পড়ুন: নতুন বন্দোবস্তে আশাবাদীদের মধ্যে হতাশা দেখেছি: মাহফুজ আলম

সাবেক এ তথ্য উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, গণঅভ্যুত্থান আমাদের অনেক দূর এগিয়েছিল রাজনৈতিক দলগুলো আবার পিছিয়ে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *