আসন নিয়ে জমজমাট দরকষাকষি, হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে এখনও চলছে আসন বণ্টন নিয়ে তীব্র দরকষাকষি। আলোচনার টেবিলে ঘুরছে ঢাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস (Khelafat Majlish)-এর হেভিওয়েট প্রার্থীরা। ৮ থেকে ১০টি আসন নিয়ে জটিলতা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না—তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ মঙ্গলবার রাতের মধ্যেই এই অনিশ্চয়তার অবসান হবে।

জানা গেছে, রাতেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে জোটের শীর্ষ নেতারা। এই বৈঠকেই নির্ধারিত হবে কোন দল কোন আসনে প্রার্থী দেবে। আলোচনার এক পর্যায়ে কিছু আসন উন্মুক্ত রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা আসবে আসন ভাগাভাগির চূড়ান্ত রূপরেখা।

সূত্র বলছে, প্রাথমিক যে খসড়া তৈরি হয়েছে তাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ৪৫টি আসনে প্রার্থী দিতে পারে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party – NCP) ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ৩০টি আসনে লড়বে।
বাংলাদেশ খেলাফত মজলিস (Bangladesh Khelafat Majlish) ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) (Liberal Democratic Party – LDP) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) (Bangladesh Democratic Party – BDP) ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে বলে খসড়া প্রস্তাবে উল্লেখ রয়েছে। তবে এসব সংখ্যা চূড়ান্ত হবে আজ রাতের আলোচনার পর।

আলোচনায় অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কিছু আসন নিয়ে এখনো আলাপ চলছে। এখনো বৈঠক চলছে। আশা করছি আগামীকাল (বুধবার) সবাই জানতে পারবেন।”

এর আগে গতকাল সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা আগামীকালের (মঙ্গলবার) ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশু (বুধবার)। সবার সামনে আমরা একসঙ্গে আসব।”

এদিকে, আসন বণ্টন নিয়ে জামায়াতের ভেতর থেকেও মিলছে সুনির্দিষ্ট বার্তা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। ঘোষণার প্রস্তুতি চলছে। অল্প সময়ের মধ্যেই আপনারা জানতে পারবেন।”

চলমান আলোচনা, দ্বিধা-দ্বন্দ্ব এবং অংশীদারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আজ রাতের বৈঠকেই নির্ধারণ হবে এই রাজনৈতিক জোট কতটা ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে নামতে পারছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *